হোম > বিশ্ব

কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জনের মৃত্যু

কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস বলেছেন, কারাগারের ভেতর ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর সেখানে দুজনের মৃত্যু হয়েছে। 

টিটো কাস্তেলানোস বলেছেন, বন্দীরা ‘পালানোর চেষ্টার’ অংশ হিসেবে তাঁদের তোশকে আগুন দিয়েছিলেন কি না বা অন্য কোনো পরিস্থিতি ঢাকতে এই দাঙ্গা উসকে দেওয়া হয়েছিল কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করছে। 

যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই বন্দী কি না, তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনার সময় কেউ পালিয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

জেনারেল টিটো জানিয়েছেন, নিহত ছাড়াও আগুনে ও ধোঁয়ায় ৩০ জন আহত হয়েছেন। এটা হৃদয়বিদারক ও ধ্বংসাত্মক ঘটনা। 

এর আগে দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও প্রিজন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, কারাগার থেকে পালানোর সময় এ ঘটনা ঘটেছে। 

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, ‘আমরা তুলুয়া কারাগারের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার তদন্ত করা হবে।’

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট