হোম > বিশ্ব

কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুয়া শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কলম্বিয়ার জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস বলেছেন, কারাগারের ভেতর ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর সেখানে দুজনের মৃত্যু হয়েছে। 

টিটো কাস্তেলানোস বলেছেন, বন্দীরা ‘পালানোর চেষ্টার’ অংশ হিসেবে তাঁদের তোশকে আগুন দিয়েছিলেন কি না বা অন্য কোনো পরিস্থিতি ঢাকতে এই দাঙ্গা উসকে দেওয়া হয়েছিল কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করছে। 

যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই বন্দী কি না, তা জানা যায়নি। এ ছাড়া এ ঘটনার সময় কেউ পালিয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

জেনারেল টিটো জানিয়েছেন, নিহত ছাড়াও আগুনে ও ধোঁয়ায় ৩০ জন আহত হয়েছেন। এটা হৃদয়বিদারক ও ধ্বংসাত্মক ঘটনা। 

এর আগে দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও প্রিজন ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, কারাগার থেকে পালানোর সময় এ ঘটনা ঘটেছে। 

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, ‘আমরা তুলুয়া কারাগারের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার তদন্ত করা হবে।’

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

সেকশন