হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী বাংলাদেশিসহ ৪০ জনকে পাঠানো হলো নাউরুতে

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৪০ জনকে দেশটিতে আশ্রয় না দিয়ে প্রশান্ত মহাসাগরের আরেক দেশ নাউরুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৪০ জনের অধিকাংশই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওই ৪০ জনকে পশ্চিম অস্ট্রেলিয়ার নর্থ ব্রুমের বিগল বে ও পেন্ডার বে উপকূল থেকে আটক করে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স। পরে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে ওই ৪০ জনকে একটি বিমানে করে নাউরু পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়া সরকারের ধারণা, এই ৪০ জন বাংলাদেশ ও পাকিস্তান থেকে গিয়েছিল দেশটিতে।

এর আগে, আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে এক ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপে যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ