হোম > বিশ্ব

কিউবায় হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২২

কিউবার রাজধানী হাভানার একটি পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত ৬০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১১টার দিকে পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করে। 

কিউবার প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটেছে। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী এবং এক শিশু রয়েছে। 

এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে উদ্ধারকারীদের হোটেলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকাজ চালাতে দেখেছেন। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। 

সারাতোগা হোটেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হোটেলটিতে ৯৬টি রুম, দুটি বার, দুটি রেস্টুরেন্ট, একটি স্পা ও একটি জিম ছিল।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ