Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন উত্তাপ ছড়াল ফ্রান্সে

অনলাইন ডেস্ক

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন উত্তাপ ছড়াল ফ্রান্সে
ছবি: সানডে টাইমস

ইসলামি পোশাকের একটি ব্র্যান্ড মেরাচি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ফ্রান্সে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। আর ক্যাপশনে লেখা রয়েছে—‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় ওই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতীয় টেলিভিশন ও রেডিওতে ভাষ্যকারেরা এর কঠোর সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার একটি কৌশল।

ফরাসি সংবাদ চ্যানেল বিএফএম-এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন, ‘ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ। আর তারা যে বলছে বিনয়ী এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নাই—তা সত্য নয়।’

লে পয়েন্ত ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন, এই বিজ্ঞাপন ফ্রান্সে বিভেদ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘তারা বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয়ী, আর যারা এটি পরে না তারা বিনয়ী নয়। এটি সত্যিই আক্রমণাত্মক এবং বিভ্রান্তিকর।’

বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ নেই। তবে এটি ফ্রান্সের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজনকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি দলের নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য একটি অবমাননা। ইসলামিক হিজাবে এটি ঢেকে দিয়ে মেরাচি ইচ্ছাকৃতভাবে আমাদের উসকে দেওয়ার চেষ্টা করেছে।’

নেদারল্যান্ডসের আমস্টারডাম-ভিত্তিক মেরাচি মূলত অনলাইনের মাধ্যমে ফ্রান্সে ব্যবসা করে এবং সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে একটি অস্থায়ী দোকানও চালু করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী নাদা মেরাচি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফ্রান্সের কঠোর ধর্মনিরপেক্ষতা নীতির অধীনে সরকারি কর্মচারী, আইনজীবী, পুলিশ কর্মকর্তা এবং রাষ্ট্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রকাশ্যে ধর্মীয় প্রতীক পরতে পারেন না। ২০২৩ সাল থেকে ফ্রান্সের স্কুলে ইসলামিক আবায়া পরাও নিষিদ্ধ।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ইসলামিক পোশাকের বাজার বর্তমানে ৮৩ বিলিয়ন ডলারের বেশি এবং ২০৩১ সালের মধ্যে এটি প্রায় ১৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন ল পেনের ৪ বছরের কারাদণ্ড

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী

মিয়ানমারের সামরিক শাসকদের ‘অভেদ্য দুর্গ’ এখন ধ্বংসস্তূপ

রতন টাটার ৩৮০০ কোটি টাকার সম্পত্তি বণ্টন: কে কী পাচ্ছেন?

ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

সব দেশের ওপরই পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

ভিসা জালিয়াতি করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার সময় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

সিরিয়ার অন্তর্বর্তী সরকার সবাইকে খুশি করতে পারবে না: প্রেসিডেন্ট শারা