Ajker Patrika
হোম > বিশ্ব

রাম মন্দিরের জন্য ‘পবিত্র পানি’ পাঠালেন পাকিস্তানের মুসলিম

অনলাইন ডেস্ক

রাম মন্দিরের জন্য ‘পবিত্র পানি’ পাঠালেন পাকিস্তানের মুসলিম

আগামীকাল সোমবার অযোধ্যায় অনুষ্ঠিত হবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদা পীঠ কুণ্ড থেকে ‘পবিত্র পানি’ সংগ্রহ করে পাঠিয়েছেন এক মুসলিম ব্যক্তি। পাকিস্তান থেকে ইংল্যান্ড হয়ে নানা মাধ্যম ঘুরে ভারতে এসে পৌঁছেছে সেই পানি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সেভ শারদা কমিটি কাশ্মীর (এসএসসিকে) এর প্রতিষ্ঠাতা রবিন্দর পন্ডিতা বলেন, ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ও বালাকোটে বিমান আক্রমণের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা বন্ধ রয়েছে। তাই এই ‘পবিত্র পানি’কে অনেক পথ ঘুরে ভারতে আসতে হয়েছে।

তিনি বলেন, ‘শারদা পীঠ কুণ্ডের পবিত্র পানি তানভীর আহমেদ এবং তার দল সংগ্রহ করেছিল। এলওসি (ভারত ও পাকিস্তানের সীমান্তরেখা) জুড়ে থাকা আমাদের নাগরিক সমাজের সদস্যরা এই পানি ইসলামাবাদে নিয়ে যান। সেখান থেকে এই পানি যুক্তরাজ্যে তানভীর আহমেদের মেয়ে মাগরিবির কাছে পাঠানো হয়। এরপর মাগরিবি এই পানি সোনাল শের নামের এক কাশ্মীরি পণ্ডিতকে এই পানি হস্তান্তর করেন। সোনাল শের ২০২৩ সালের আগস্টে ভারতের আহমেদাবাদে এসেছিলেন। সেখান থেকে এই পবিত্র পানি দিল্লিতে আমার কাছে পৌঁছেছিল।’

তিনি আরও বলেন, ‘এর আগে শারদা পীঠ কুণ্ডের মাটি এবং শিলা পাঠানো হয়েছিল। এবার আসল পানি। এটা গর্বের বিষয় যে, ২০২৪ সালের ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় এই পানি ব্যবহার করা হবে। গত বছরের ৫ জুন শৃঙ্গেরির শঙ্করাচার্যের দ্বারা শারদামন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় ঘটনা।’

এসএসসিকে সদস্য মঞ্জুনাথ শর্মা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাদের কাছে পবিত্র পানি হস্তান্তর করেছেন বলে জানান পন্ডিতা। ভিএইচপি নেতারা গতকাল শনিবার অযোধ্যায় সিনিয়র কর্মকর্তা কোটেশ্বর রাওকে এই পানি হস্তান্তর করেন।

রবিন্দর পন্ডিতা বলেছেন যে, ২২ জানুয়ারি এসএসসিকে সদস্যরা শারদামন্দিরেও প্রদীপ জ্বালাবেন। এটা কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখার কাছেই অবস্থিত।

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র