হোম > বিশ্ব

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’

বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।

টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’

প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ