Ajker Patrika
হোম > বিশ্ব

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’

বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।

টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’

প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র