Ajker Patrika
হোম > বিশ্ব

চীন থেকে আমদানিতে ডলার বাদ দিল আর্জেন্টিনাও

অনলাইন ডেস্ক

চীন থেকে আমদানিতে ডলার বাদ দিল আর্জেন্টিনাও

চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।    

আর্জেন্টিনা সরকারের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলে ১০০ কোটি ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। এরপর মাসিক ৭৯ কোটি ডলারের আমদানি ব্যয়ও ইউয়ানে পরিশোধ করা হবে। 

আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্গিও মাসা চীনা রাষ্ট্রদূত ঝৌ শিয়াওলি ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডলারের রিজার্ভ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউয়ান ব্যবহারের এই পদক্ষেপ আর্জেন্টিনাকে আমদানির হারে অগ্রসর হওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করার সুযোগ দেবে বলে জানান অর্থমন্ত্রী মাসা। 

সম্প্রতি লাতিন আমেরিকার দেশটিতে ডলারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রধান কারণ তীব্র খরায় কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানির কমে যাওয়া। তা ছাড়া চলতি বছর জাতীয় নির্বাচন সামনে রেখে দেখা দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। 

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় সম্প্রসারিত করে দেশটি। 

গেল মার্চে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটির জনজীবন। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সব পুরুষকে যুদ্ধের প্রশিক্ষণ দেবে পোল্যান্ড

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

ইউক্রেনে বড় হামলার দিনে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

শটগান নিয়ে বিমানে ওঠার চেষ্টা, ধরে ফেললেন যাত্রীরা