Ajker Patrika
হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগর থেকে ৩২০০ কেজি কোকেন উদ্ধার করল নিউজিল্যান্ড

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।

প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।

তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

জেলেনস্কিকে নিয়ে ইউরোপের নেতাদের শোডাউন, উত্তেজনা

ইউক্রেনের শরণার্থীদের বের করে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

ট্রাম্পের শুল্কনীতিতে উৎপাদনে একচ্ছত্র দখল হারাবে কি চীন