মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন তিনজন। কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এক মাসের ব্যবধানে গুয়ানাজুয়াতো রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
স্থানীয় সময় শনিবার ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুলিশ বলছে, স্থানীয় সময় রাত ৮টায় একটি সশস্ত্র দল বারে প্রবেশ করে। তারা বারে থাকা কাস্টমার এবং স্টাফদের লক্ষ্য করে গুলি করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে ২ হাজার ১১৫ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।