Ajker Patrika
হোম > বিশ্ব

মধ্য মেক্সিকোর বারে বন্দুক হামলা, নিহত ১২ 

অনলাইন ডেস্ক

মধ্য মেক্সিকোর বারে বন্দুক হামলা, নিহত ১২ 

মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন তিনজন। কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এক মাসের ব্যবধানে গুয়ানাজুয়াতো রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। 

স্থানীয় সময় শনিবার ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

পুলিশ বলছে, স্থানীয় সময় রাত ৮টায় একটি সশস্ত্র দল বারে প্রবেশ করে। তারা বারে থাকা কাস্টমার এবং স্টাফদের লক্ষ্য করে গুলি করে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে ২ হাজার ১১৫ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার। 

 

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি