হোম > বিশ্ব

পুনঃ সংক্রমিত করার ক্ষমতা ডেলটার চেয়ে ৩ গুণ বেশি ওমিক্রনের: গবেষণা

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রনের পুনঃ সংক্রমিত করার ক্ষমতা অতিসংক্রামক ডেলটা ধরনের চেয়ে তিন গুণ বেশি। দক্ষিণ আফ্রিকা বিজ্ঞানীদের একটি প্রাথমিক গবেষণায় গতকাল বৃহস্পতিবার এমনটি বলা হয়েছে। 

গবেষণাটি দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। আর এটি ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা সম্পর্কে প্রথম ধারণা দিল।  গবেষণাটির এখনো পিয়ার-রিভিউ করা হয়নি।

গবেষণায় গত ২৭ নভেম্বর পর্যন্ত ২৮ লাখ করোনার রোগীর ওপর চালানো হয়েছে। যেখানে  ৩৫ হাজার ৬৭০ জন পুনঃ সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। ৯০ দিন পর একজন রোগীর ফল করোনা পজিটিভ আসলে তাঁকে পুনরায় সংক্রমিত হয়েছে বলে ধরা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডেমিওলজিকাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক জুলিয়েট পুলিয়াম একটি টুইট বার্তায় বলেন,  পুনঃ সংক্রমণ হওয়া ব্যক্তিরা করোনার  তিনটি ঢেউতেই আক্রান্ত হয়েছে।  এদের মধ্যে সবচেয়ে বেশি পুনঃ সংক্রমণ হয়েছে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ার পর।    

পুলিয়াম সতর্ক করে বলেছেন যে, গবেষণায় পুনঃ সংক্রমিত হওয়া রোগীদের টিকা নেওয়ার বিষয়টি গবেষণায় বলা হয়নি। এ কারণে টিকা নেওয়া ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওমিক্রন ধ্বংস করতে পারে কি-না তা জানা যায়নি। এ নিয়ে পরবর্তীতে গবেষণা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

এ নিয়ে জুলিয়েট পুলিয়াম বলেন, ওমিক্রন সংক্রমণের সঙ্গে সম্পর্কিত রোগের তীব্রতা সম্পর্কে জানতে জরুরিভাবে ডেটা প্রয়োজন।   

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানী মাইকেল হেড এই গবেষণার প্রশংসা করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেন, এই গবেষণার ফল শঙ্কার। আমাদের আশা ওমিক্রন নিয়ে সব সতর্কতা মিথ্যা হোক। কিন্তু এর সম্ভাবনা কম। 

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

সেকশন