Ajker Patrika
হোম > বিশ্ব

শুধু বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা, আর্জেন্টিনা দলের বিদেশি সমর্থকদের ক্ষোভ

অনলাইন ডেস্ক

শুধু বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা, আর্জেন্টিনা দলের বিদেশি সমর্থকদের ক্ষোভ

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে। তবে এতে খেপেছেন অন্যান্য মুসলিম দেশের সমর্থকেরা। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সিএনএন ইন্দোনেশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে শুধু বাংলাদেশকে ঈদুল আজহার বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছে আর্জেন্টিনা। যদিও কোরবানির অনুষ্ঠান বিশ্বের সব মুসলিম দেশেই অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের প্রতি শুভেচ্ছা বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল এক টুইটে লেখে, ‘বাংলাদেশে আমাদের প্রিয় সব বন্ধুকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই! 

 ‘এই উৎসবে প্রিয়জনের সঙ্গে ভাগ করা অবিস্মরণীয় মুহূর্তগুলোতে পূর্ণ হোক ভালোবাসা, শান্তি।’ 

বলা বাহুল্য, এই শুভেচ্ছা বার্তার টুইটে আর্জেন্টিনা দলের প্রতি আবারও জোরালো সমর্থন ব্যক্ত করেছেন অসংখ্য বাংলাদেশি। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আর্জেন্টিনা দলকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা। 

তবে বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য মুসলিম দেশের সমর্থকদের ক্ষেত্রে। শুধু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোয় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ঈদুল আজহা সব মুসলিম দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। ভুলে যাবেন না, আপনারা একটি মুসলিম দেশ থেকেই বিশ্বকাপ জয় করেছেন।’ 

আরেকজন লিখেছেন, ‘ঈদ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব মুসলিমের। কাতারেরও!’ 

জর্ডানের একজন লিখেছেন, ‘কেন বাংলাদেশকে শুধু শুভেচ্ছা জানাচ্ছেন? কেন আমরা শুভেচ্ছা পেলাম না?’ 

এক ইন্দোনেশিয়ান লিখেছেন, ‘শুধু বাংলাদেশ! এটা কেমন হলো—ভাই মেসি?’ 

একজন অবশ্য একপেশে শুভেচ্ছার জন্য বাংলাদেশি অর্থ লেনদেন অ্যাপ বিকাশকে দায়ী করেছেন। কারণ, শুভেচ্ছা বার্তার ওই পোস্ট কার্ডের এক কোনায় বিকাশের লোগো দেখা যাচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশকে আলাদাভাবে মেসিদের বিশেষ শুভেচ্ছা জানানোর কারণটি সবাই জানে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকেরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন। 

এ ছাড়া চলতি মাসেই বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের একটি ফিফা ম্যাচ-ডে খেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশে উপযুক্ত স্টেডিয়াম না থাকায় এই পরিকল্পনা বাতিল করা হয়।

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

ট্রাম্পের শুল্কনীতিতে উৎপাদনে একচ্ছত্র দখল হারাবে কি চীন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল