হোম > বিশ্ব

আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, অস্ট্রেলিয়ায় নিহত ৪ 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি পর্যটনকেন্দ্রের কাছে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সেখানকার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) মাঝ আকাশে এই সংঘর্ষ হয়। দেশটির সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে একটি হেলিকপ্টারের কিছু অংশ পড়ে রয়েছে। এ ছাড়া জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে একটি উল্টে যাওয়া হেলিকপ্টার দেখা যায়।

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওয়ারেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর সি ওয়ার্ল্ড রিসোর্টের বাইরে সমুদ্রতীরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার আরোহী নিহত হয়েছেন। আর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

এদিকে সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই দুর্ঘটনাকে ‘মাঝ আকাশের সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। এক বিবৃতিতে ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং দুর্ঘটনার কারণ জানতে উপাদান সংগ্রহের জন্য শিগগিরই ঘটনাস্থল যাবেন বলে আশা করা হচ্ছে। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ