অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এক চীনা তরুণ টিকটক লাইভে এসে পরপর কয়েক বোতল মদ পান করে মারা গেছেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমের বরাতে সোমবার এ খবর জানিয়েছে সিএনএন।
কয়েক বোতল মদ পান করে মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়ন্ত্রণ আরোপের যৌক্তিকতা নিয়ে বিতর্কের প্রসঙ্গ টানে ওই চীনা গণমাধ্যমটি।
চীনা গণমাধ্যম শ্যাঙ্গিউ জানায়, মারা যাওয়া চীনা ওই তরুণটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাকিয়াঙ্গি’ নামে পরিচিত ছিলেন। তাঁর মতোই জনপ্রিয় আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে মদ্যপান করেছিলেন তিনি। কিন্তু লাইভ করার কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাকিয়াঙ্গি মূলত বাইজিউ নামে একটি চীনা স্পিরিট পান করেছিলেন। এই তরলটির মধ্যে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে।
সাকিয়াঙ্গির বন্ধু ঝাও জানান, সাকিয়াঙ্গির আসল নাম ওয়াং। পিকে নামে একটি অনলাইন চ্যালেঞ্জে আরেকজনের সঙ্গে মদ্যপানের প্রতিযোগিতা করছিলেন তিনি। আর মদ্যপানের এই বিষয়টি সরাসরি প্রচার করছিলেন তার চ্যানেলে।
পিকে নামের ওই চ্যালেঞ্জ অনুষ্ঠানে বিজয়ীরা দর্শকদের কাছ থেকে নানা উপহার সামগ্রী পেয়ে থাকেন।
ঝাও বলেন, ‘জানি না আমি ভিডিওটি দেখতে শুরু করার আগে সে কয় বোতল মদ পান করেছিল। কিন্তু আমি যতটুকু ভিডিও দেখেছি, তাতে সে তিনটি বোতল শেষ করে চতুর্থ বোতলটি হাতে নিয়েছিল।’
সাকিয়াঙ্গিকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করেন ঝাও। সে প্রায়ই মদ্যপান বিষয়ক কনটেন্ট তৈরি করে সেগুলো অনলাইনে আপলোড করত।
সাকিয়াঙ্গির জীবনের শেষ ভিডিওটি এখন চীনে ভাইরাল হয়ে গিয়েছিল। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বর্তমানে এটি আর দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনাদের লাইভস্ট্রিমিং বিষয়ক কনটেন্ট এখন কয়েক বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে।