নতুন বছর এলেই জল্পনাকল্পনা বাড়ে, সামনে কী হতে চলেছে। বিদ্যমান অবস্থা বিবেচনায় রেখেই আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্ভাব্য পরিবর্তনগুলোর কথা ভাবা হয়। বিশ্বে কী পরিবর্তন আসতে পারে, সে-সংক্রান্ত খবর পরিবেশন করেছে সাপ্তাহিক পত্রিকা দ্য উইক।
গাজায় যুদ্ধবিরতি
জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সেপ্টেম্বরে বলেছিলেন, দুই দশক আগের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেক শান্ত। এর অল্প দিন পরই গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা করে হামাস। এর জবাবে ওই দিনই হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় হামলা করে ইসরায়েলি বাহিনী। হামাসকে পুরোপুরি নির্মূলের কথা বলে এই অভিযানের শুরু, যা এখনো চলছে। যদিও এতে প্রাণহানি হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের।
মূল লক্ষ্য পূরণ না হওয়া সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে কি না, সেই প্রশ্ন এখন সামনে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে ‘অনির্দিষ্ট সময় পর্যন্ত’ গাজার সার্বিক নিরাপত্তায় তাঁর দেশের বাহিনী নিয়োজিত থাকবে। কিন্তু আরব বা আন্তর্জাতিক বাহিনী, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন নিয়ে চুক্তি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে তা বেশ গুরুত্ব পায়। এমনকি বিশ্ব গণমাধ্যমেও বেশ গুরুত্ব পেয়েছে গাজার যুদ্ধ। এতে নজর সরে যায় ইউক্রেন যুদ্ধ থেকে। এর কারণও রয়েছে। রুশ হামলার জবাবে ২০২৩ সালে পাল্টা হামলায় তেমন বড় সাফল্য দেখেনি ইউক্রেন।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের ওপর চাপ আরও বাড়বে।
উড়ন্ত গাড়ি
অবশেষে ২০২৪ সালেই আকাশে উড়তে পারে ‘উড়ন্ত গাড়ি’। কয়েক ডজন কোম্পানি শব্দহীন, সস্তা ও নির্গমনমুক্ত উড়ন্ত গাড়ি নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। এসব গাড়ি শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রযুক্তি এডিটর বেন মরিস এমনটাই মনে করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব উড়ন্ত গাড়ি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাণিজ্যিকভাবে পাওয়া যেতে পারে।
এ বছরকে বলা হচ্ছে, ‘মেগা (বৃহৎ) নির্বাচনের’ বছর। ২০২৪ সালে ৭০টির বেশি দেশে নির্বাচন হবে। প্রায় ৪২০ কোটি মানুষ—বিশ্ব জনসংখ্যার অর্ধেকের বেশি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হবে আগামী নভেম্বরে, যুক্তরাষ্ট্রে। এই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনগণ নির্বাচন করবে কি না, সেই প্রশ্ন আবার সামনে আসছে। দ্য ইকোনমিস্টের খবর অনুযায়ী, তিনজনের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্পকে
বেছে নিতেন পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ায় আগামী মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে কারচুপি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোটাররা ক্রেমলিনের বর্তমান দখলকারীকে বড় ব্যবধানে জয়ী করার চেয়ে অন্য কাউকে বেছে নেবেন বলে মনে করা হচ্ছে।
আগামী এপ্রিল-মে মাসে ভারতে সাধারণ নির্বাচন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটিতেও রাশিয়ার মতো কিছু ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। মোদির সরকারের প্রতি জন-অসন্তোষও বেড়েছে। কিন্তু মোদির জনপ্রিয়তা কমেনি। ফলে চলতি বছরে অনুষ্ঠেয় নির্বাচনে খুব সহজে মোদির দল বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু তিনি এত দিন অপেক্ষা করবেন বলে মনে হচ্ছে না। বলা হচ্ছে, আগামী মে কিংবা অক্টোবরেও হতে পারে নির্বাচন।
ফের চাঁদে মানব
শুধু উড়ন্ত গাড়ির ভবিষ্যৎই নয়, ২০২৪ সালে অর্ধশতাব্দীর বেশি সময় পর চাঁদে প্রথম মানব মিশন দেখতে পাবে। নাসার আর্টেমিস-২ নভেম্বরে উৎক্ষেপণের কথা রয়েছে। চাঁদকে প্রদক্ষিণ করে এটি পৃথিবীতে ফিরে আসবে, তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে না। ১০ দিনের যাত্রাটি ভবিষ্যতের মিশনের জন্য স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযান পরীক্ষা করার জন্য নকশা করা হয়েছে।
দ্য ইকোনমিস্ট উল্লেখ করেছে, ১৯৭২ সালে অ্যাপোলো-১৭-এর পর চাঁদের কাছাকাছি পৌঁছানো প্রথম মানুষ হিসেবে নাম লেখাবেন আর্টেমিস-২-এর ক্রুরা। চারজন ক্রুর মধ্যে তিনজন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা হ্যামক কোচ ও জেরেমি হ্যানসেন হবেন পৃথিবী কক্ষপথ ত্যাগকারী যথাক্রমে প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম নারী এবং আমেরিকার বাইরের প্রথম কেউ।