ধর্মযাজক ও নানরা অনলাইনে পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ‘পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে। এমনকি ধর্মযাজক, নানরাও পর্নোগ্রাফি দেখেন।’
ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে সম্প্রতি ৮৬ বছর বয়সী পোপ এ মন্তব্য করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে। পোপ বলেছেন, ‘শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।’ তিনি অনলাইনে পর্নোগ্রাফি দেখার বিপদ সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্ক করে বলেছেন, ‘এটি যাজকদের হৃদয়কে দুর্বল করে দেয়।’
এ ছাড়া পোপ ফ্রান্সিস সামাজিক যোগাযোগমাধ্যমে কম সময় দেওয়ারও পরামর্শ দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বেশি সময় নষ্ট করে। পবিত্র হৃদয় হলো সেটিই, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না।’
পোপ ফ্রান্সিস মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি মুছে ফেলার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনার ফোন থেকে ওসব মুছে ফেলুন, যাতে আপনার হাতে কোনো প্রলোভন না থাকে।’
পোপ জানিয়েছেন, তাঁর কোনো মোবাইল ফোন নেই এবং তিনি কখনো মোবাইল ফোন ব্যবহারও করেননি। তিনি বলেছেন, ‘অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।’