প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দিলেন চিলির জনগণ। দেশটিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। অথচ নতুন সংবিধানে আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছিল।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দেন চিলির নাগরিকেরা। দেশটির দেড় কোটি জনগণের প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রাজধানী সান্তিয়াগোয় জাতীয় স্টেডিয়ামসহ ৩ হাজার কেন্দ্রে ভোট দিয়েছেন।
যেখানে ২০২০ সালে নতুন সংবিধানের খসড়ার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৮০ শতাংশ চিলিবাসী, সেখানে এবার প্রায় ৬২ শতাংশ ভোটার এর বিপক্ষে নিজেদের রায় জানালেন। ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা করে এই ফল জানা যায়।
চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশের শাসনামলে গৃহীত সংবিধানের তুলনায় নতুন এই সংবিধানে সামাজিক অধিকার, পরিবেশ এবং লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর এটি ২০১৯ সালে দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ বন্ধে আইনপ্রণেতা ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।