Ajker Patrika
হোম > বিশ্ব

নতুন সংবিধানের বিপক্ষে ভোট দিল চিলির জনগণ

নতুন সংবিধানের বিপক্ষে ভোট দিল চিলির জনগণ

প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দিলেন চিলির জনগণ। দেশটিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। অথচ নতুন সংবিধানে আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছিল। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দেন চিলির নাগরিকেরা। দেশটির দেড় কোটি জনগণের প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রাজধানী সান্তিয়াগোয় জাতীয় স্টেডিয়ামসহ ৩ হাজার কেন্দ্রে ভোট দিয়েছেন। 

যেখানে ২০২০ সালে নতুন সংবিধানের খসড়ার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৮০ শতাংশ চিলিবাসী, সেখানে এবার প্রায় ৬২ শতাংশ ভোটার এর বিপক্ষে নিজেদের রায় জানালেন। ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা করে এই ফল জানা যায়। 

চিলিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। ছবি: টুইটারনতুন সংবিধান অনুমোদন প্রচারণার মুখপাত্র ক্যারল ক্যারিওলা স্থানীয় সময় রোববার রাতে গণভোটে পরাজয়ের কথা জানান। তবে একটি নতুন খসড়া করার আদেশ বলবৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশের শাসনামলে গৃহীত সংবিধানের তুলনায় নতুন এই সংবিধানে সামাজিক অধিকার, পরিবেশ এবং লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর এটি ২০১৯ সালে দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ বন্ধে আইনপ্রণেতা ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 

সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

স্ত্রী-ছেলের সামনে খুন করা হয় কর্ণাটকের মঞ্জুকে

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সর্বশেষ যা জানা গেল

বিবদমান কাশ্মীরে মোদির পর্যটন-সাফল্য কি তবে ধূলিসাৎ

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি