Ajker Patrika
হোম > বিশ্ব

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ

ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ার ফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তাঁর পদত্যাগের বিবৃতিতে বলেছেন, ‘গত ৭ অক্টোবর গাজা সীমান্তের সম্প্রদায়কে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল, তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি।’ 

ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ডই একমাত্র ইসরায়েলি নন, যিনি ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। তাঁর আগে, গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের (আমান) তৎকালীন প্রধান আহরন হালিভা একই দায়ে পদত্যাগ করেন। 

এদিকে, গাজার নিয়ন্ত্রকগোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও তিন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিকসহ ওই তিনজন নিহত হন বলে জানিয়েছে গোষ্ঠীটি। 

ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরে চারজন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায়। হামাসের ঘোষণা অনুসারে, সেই অভিযানেই তিন জিম্মি নিহত হন। বিষয়টি উল্লেখ করে এক ভিডিও বার্তায় আল-ক্বাসাম ব্রিগেড ইসরায়েলিদের উদ্দেশে বলেছে, ‘গতকাল (রোববার) চার জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে সময় একই শিবিরে তারা তিন জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছে।’ 

এর আগে, গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয়। সেই অভিযানে ৬৪ শিশু এবং ৫৭ জন নারী মারা গেছে এবং ৬৯৮ জন আহত হয়েছে।

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মর্মান্তিক পরিণতির কথা বেরিয়ে এল তদন্তে

পাকিস্তানে গুলি করে, বোমা ফাটিয়ে ৪ শতাধিক যাত্রীসহ ট্রেন জিম্মি করল বেলুচ বিদ্রোহীরা

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড

মস্কোয় স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের

সাইবার স্ক্যাম সেন্টারে ক্রীতদাসের মতো ছিলেন ৫৪০ ভারতীয়

দৈনিক চাকরি ছাড়ছে ৫৫ জন, গৃহকর্মী সংকটে কুয়েত

যুদ্ধ বন্ধে এবার রাশিয়াকে ছাড়াই যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক শুরু