বন্দুকধারীদের হাত থেকে প্রাণে বাঁচলেন ক্যারিবীয় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি সামনে রেখে গত শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা চালানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হাইতির উত্তরাঞ্চলীয় গোনাইভস শহরের একটি গির্জায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। সেখানেই তাঁকে হত্যার চেষ্টা চালায় বন্দুকধারীরা।
হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। সেখানে তীব্র গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তাঁর সঙ্গীদের চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়।
এর আগে গত জুলাই মাসে নিজের বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিলেন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। ওই ঘটনার পর থেকেই দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
হাইতির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে অস্ত্রধারী ‘ডাকাত ও সন্ত্রাসীরা’ হত্যাচেষ্টা করেছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সময় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হওয়া বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
হেনরি ক্ষমতায় আসার পর হাইতির গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব গ্যাং দেশটির গ্যাস সরবরাহে বাধা ও অপহরণের সঙ্গে জড়িত।