Ajker Patrika
হোম > বিশ্ব

হংকংয়ে ফাইজারের ভ্যাকসিন স্থগিত

অনলাইন ডেস্ক

হংকংয়ে ফাইজারের ভ্যাকসিন স্থগিত

প্যাকেজিংয়ে মান নিয়ে প্রশ্ন ওঠায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগ স্থগিত করেছে হংকং।

হংকং প্রশাসন আজ বুধবার টিকাটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। অবশ্য টিকার কার্যকারিতা বা ঝুঁকি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কর্তৃপক্ষ।

নগর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, হংকং ও ম্যাকাওয়ে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পরিবেশক ফোসুন ইন্ডাস্ট্রিয়াল (হংকং) বলেছে যে, তারা ভ্যাকসিনের একটি ব্যাচে বোতলের ছিপিতে প্যাকেজিং সংক্রান্ত ত্রুটি পেয়েছে।

তবে সরকার বলছে, এই প্যাকেজিং ত্রুটির কারণে ভ্যাকসিনের সুরক্ষা ঝুঁকি তৈরি হয়েছে এমনটি মনে করার কোনো কারণ পায়নি ফাইজার এবং ফোসুন ফার্মা। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।

আজ ম্যাকাউ জানিয়েছে, সেখানেও ফাইজারের টিকা প্রয়োগ স্থগিত করা হয়েছে।

হংকং গত ফেব্রুয়ারি থেকে স্থানীয়দের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে। মার্চে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনটি চালু হওয়ার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে চীনা সিনোভ্যাক টিকার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ ফাইজারের টিকার জন্য বুকিং দিয়েছেন।

সূত্র: রয়টার্স  

ইউক্রেনে বড় হামলার দিনে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

শটগান নিয়ে বিমানে ওঠার চেষ্টা, ধরে ফেললেন যাত্রীরা

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র