হোম > বিশ্ব

সমুদ্রে চীনের বেড়া সরিয়ে দিল ফিলিপাইন

অনলাইন ডেস্ক

বিবাদমান দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত এলাকায় ফিলিপাইনের মাছ ধরার নৌকাগুলোকে আটকাতে একটি ভাসমান বেড়া স্থাপন করেছিল চীন। আজ সোমবার ফিলিপাইন দাবি করেছে, তারা ওই বেড়াটি সরিয়ে দিয়েছে। 

এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনা ওই ভাসমান বেড়া সরিয়ে ফেলার জন্য ফিলিপাইনের কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। 

ফিলিপাইন কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষিণ চীন সাগরের স্কারবোরো মৎসক্ষেত্রে ৩০০ মিটারের একটি বেড়া দিয়ে তাদের মাছ ধরার অধিকার লঙ্ঘন করেছে চীন। 

চীন দক্ষিণ চীন সাগরের ৯০ ভাগই নিজেদের বলে দাবি করে এবং ফিলিপাইনের সঙ্গে বিবাদমান মৎসক্ষেত্রটি ২০১২ সালে দখল করে নিয়েছিল। 

ফিলিপাইনের কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘নৌ চলাচলের জন্য ওই বেড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি ফিলিপাইনের জেলেদের মাছ ধরা এবং জীবিকা নির্বাহের কার্যক্রমকেও বাধাগ্রস্ত করে।’ 

বিবাদমান মৎসক্ষেত্রটিকে ফিলিপাইনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করে দেশটির কোস্টগার্ড। এই বাহিনীর কর্মকর্তা জে টারিয়েলা জানান, গত শুক্রবার একটি টহল দল বেড়াটির অস্তিত্ব আবিষ্কার করেছিল। 

বেড়া নিয়ে উত্তেজনার বিষয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাপান এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগর আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। 

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় এমন যে কোনো আচরণের তীব্র বিরোধিতা করে।’ 

দক্ষিণ চীন সাগর মাছের জন্য একটি সমৃদ্ধ অঞ্চল। এ ছাড়া এই অঞ্চলটিতে তেল ও গ্যাসের বিপুল মজুত রয়েছে বলে মনে করা হয়। বিশ্বের অর্ধেকেরও বেশি মাছ ধরার জাহাজ এই এলাকায় চলাচল করে।

গাজার রাফাহ থেকে সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি হতে পারেন, দাবি মুম্বাই পুলিশের

মার্কিন ‘ডিপ স্টেট’ ভেঙে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে যেভাবে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের অব্যাহতি দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন