অনলাইন ডেস্ক
মরক্কোতে ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। আজ শনিবারের এই ভূমিকম্পে এ পর্যন্ত ৮২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘মরক্কোতে ভূমিকম্পের ফলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি।’
এদিকে চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রেসিডেন্ট সি চিন পিং মরক্কোতে প্রবল ভূমিকম্পের ঘটনায় দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
সিসিটিভি অনুসারে সি বলেছেন, ‘আপনার দেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রচুর প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় শোকাহত। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের জন্য গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি।’
সি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মহামান্য রাজার নেতৃত্বে মরক্কোর সরকার ও জনগণ এই বিপর্যয়ের প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং তাড়াতাড়ি তাদের জন্মভূমি পুনর্গঠন করবে।’