Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় এক মাস ধরে ঢুকছে না ত্রাণ, দুর্ভিক্ষের আশঙ্কা

গাজায় এক মাস ধরে ঢুকছে না ত্রাণ, দুর্ভিক্ষের আশঙ্কা
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সামান্য খাবার নিয়ে ফিরছেন এক ফিলিস্তিনি। ছবি: আনাদোলু

এক মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এবারই প্রথম এত দীর্ঘ সময় উপত্যকায় ত্রাণ ঢুকতে পারছে না। আজ বুধবার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলি প্রশাসন দাবি করছে, গাজায় যথেষ্ট পরিমাণ খাবার আছে। নতুন করে ত্রাণ সহায়তার আপাতত কোনো প্রয়োজন নেই। জাতিসংঘ ইসরায়েলের এমন দাবিকে হাস্যকর অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে গাজায় শিগগিরই দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

একদিকে ত্রাণ প্রবেশে বাধা, অন্যদিকে নির্বিচারে গুলি আর বোমা হামলা—সব মিলিয়ে মানবতার চরম বিপর্যয় দেখছে গাজা উপত্যকা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ২১ ফিলিস্তিনি। নতুন করে উপত্যকার বাইত লাহিয়া, বাইত হানুন এবং উত্তরাঞ্চলীয় আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। খালি করতে বলা হয়েছে রাফাহও। কিন্তু এসব এলাকার বাসিন্দাদের যাওয়ার কোনো জায়গা নেই।

শহরগুলোর বাসিন্দারা জীবন বাঁচাত গোলাগুলি আর বোমাবর্ষণের মধ্যেই এক কাপড়ে নিরুদ্দেশে রওনা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি লিখেছে, ‘গাজার মানুষ গুলি আর বোমার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের নির্দেশ দেওয়া জায়গাগুলো ছেড়ে যাচ্ছেন। এটা খুবই বিপজ্জনক। গাজা এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি।’

এরই মধ্যে পালাতে গিয়ে ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে আহতও হয়েছেন কয়েকজন। এক বৃদ্ধ আলজাজিরাকে বলেন, ‘গাড়ি-ঘোড়া কিছু নেই। আমরা হেঁটে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছিলাম। ভয়ে পেছন ফিরে তাকাতে পারছিলাম না। আমাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। কোনোমতে আমরা পালিয়ে বাঁচি। দেখতে পাই রাস্তার ধারে থাকা তাঁবুগুলো ইসরায়েলি সেনারা পুড়িয়ে দিয়েছে।’

সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

স্ত্রী-ছেলের সামনে খুন করা হয় কর্ণাটকের মঞ্জুকে

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সর্বশেষ যা জানা গেল

বিবদমান কাশ্মীরে মোদির পর্যটন-সাফল্য কি তবে ধূলিসাৎ

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি