অনলাইন ডেস্ক
বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জানিয়েছেন, তাঁর দেশ ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বকে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটির অতিসংক্রামক কয়েকটি ভ্যারিয়েন্ট দেখেছে বিশ্ব। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক হলো ডেলটা ভ্যারিয়েন্ট । এটি ভারতে প্রথম পাওয়া যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, জুনের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বের নতুন করোনা রোগীর সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। তবে বিশ্বের ধনী দেশগুলোতে টিকার প্রয়োগ বেশি হওয়ায় সেখানে করোনায় মৃত্যুর হার কমে গেছে।