ঢাকা: আন্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিশ্বের শীর্ষ সংস্থাটির ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ আগামী পাঁচ বছরের জন্য তাঁকে মনোনয়ন দিয়েছে।
শপথ নেওয়ার পর সাধারণ পরিষদে গুতেরেস বলেন, ‘ছোট ও বড় দেশগুলোর মধ্যে সেতুবন্ধে ও আস্থা অর্জনে অবিরত কাজ চালিয়ে যাওয়ায় আমার ওপর আস্থা রাখার নিশ্চয়তা দিচ্ছি।’
চলতি মাসের শুরুতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ তাঁকে এ পদে দ্বিতীয়বার নিয়োগ দিতে সুপারিশ করেছিল।
২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন ৭২ বছর বয়সী পর্তুগিজ রাজনীতিবিদ গুতেরেস। আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যক্রম। জাতিসংঘের মহাসচিব পদটির মেয়াদ পাঁচ বছর।