হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। আরও প্রায় এক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নাইজার প্রদেশ থেকে এক বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে নাইজার নদী দিয়ে কোয়ারা রাজ্যে যাচ্ছিল নৌকাটি। একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পেয়েছি। এক শরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’

ওকসানমি অজয় আরও বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় পুলিশপ্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা খেয়ে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী নাইজার। এখানে স্থানীয়ভাবে তৈরি নৌকা চলে। নৌকাডুবি হয় প্রায়ই। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করে বলে নৌকাগুলো দুর্ঘটনার শিকার হয়।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরও ২৫ জন।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ