Ajker Patrika
হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। আরও প্রায় এক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নাইজার প্রদেশ থেকে এক বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে নাইজার নদী দিয়ে কোয়ারা রাজ্যে যাচ্ছিল নৌকাটি। একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পেয়েছি। এক শরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’

ওকসানমি অজয় আরও বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় পুলিশপ্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা খেয়ে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী নাইজার। এখানে স্থানীয়ভাবে তৈরি নৌকা চলে। নৌকাডুবি হয় প্রায়ই। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করে বলে নৌকাগুলো দুর্ঘটনার শিকার হয়।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরও ২৫ জন।

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান