অনলাইন ডেস্ক
আড়াই দশকেরও বেশি সময় আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা। সেদিন ফ্রান্সের প্যারিসে একটি ক্লাব থেকে ফেরার পথে তাঁর গাড়িটিকে তাড়া করেছিল একদল পাপারাজ্জি।
বলা হয়ে থাকে, পাপারাজ্জিদের নজর এড়াতে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করতে চেয়েছিল ডায়ানাকে বহন করা গাড়িটি। এতে এক মর্মান্তিক দুর্ঘনায় তাঁর মৃত্যু হয়।
ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল এবার ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির ক্ষেত্রে। এবারের ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
বুধবার রাতে বিবিসি জানায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ম্যার্কেল। ছিলেন ম্যার্কেলের মা ডোরিয়া রাগল্যান্ডও। এ সময় একদল পাপারাজ্জি তাঁদের পিছু নেয়। পাপারাজ্জিদের নজর এড়াতে তাই বেপরোয়াভাবে চালাতে হয় তাঁদের বহন করা গাড়িটিকে। তবে ভাগ্য ভালো যে, মায়ের মতো দুর্ঘটনায় পড়তে হয়নি হ্যারিকে।
প্রিন্স হ্যারির মুখপাত্র বলেছেন, একটুর জন্য দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল সবাই। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িটি তাড়া করে পাপারাজ্জিরা।