নভেল করোনাভাইরাসের উৎস নিয়ে আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই প্রতিবেদনের একটি খসড়া পেয়েছে বার্তা সংস্থা এএফপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনা বিশেষজ্ঞ দল ধারণা করছে ভাইরাসটি বাদুড় থেকেই কোনো মধ্যবর্তী কোনো পশু বা পাখির মাধ্যমে মানুষকে সংক্রমিত করেছে।
তবে কীভাবে এবং কোন প্রাণীর মাধ্যমে এটি মানবদেহে প্রবেশ করেছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসের উৎস তদন্তে গত জানুয়ারিতে চীনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে এ পর্যন্ত ২৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন ও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
সূত্র: এএফপি