হোম > বিশ্ব

অকল্যান্ডগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত অন্তত ৫০ 

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী লাটাম এয়ারলাইনসের একটি বিমানে। এর ফলে যাত্রী ও কর্মচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও পণ্য সরবরাহকারী বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফ্লাইট অ্যাওয়ার বলেছে, চিলির লাটাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনারের এলএ ৮০০ ফ্লাইটটি নির্ধারিত সময়ে আজ সোমবার বিকেল নাগাদ অকল্যান্ডে অবতরণ করেছে। ফ্লাইটটি চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে বিরতির জন্য থামে।

লাতিন আমেরিকান এয়ারলাইনের একজন মুখপাত্র দ্য হেরাল্ডকে বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন যাত্রী এবং ফ্লাইট কর্মচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজিল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর শীর্ষস্থানীয় সরবরাহকারী সংস্থা হাতো হোন সেন্ট জন প্রায় ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা হালকা থেকে মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

ফ্লাইটের এক যাত্রী তার অভিজ্ঞতার কথা বলেছেন দ্য হেরাল্ডকে। তিনি বলেন, দ্রুত কয়েকবার নিচে নেমে গিয়েছিল ফ্লাইটটি।

বোয়িং এবং লাটাম এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

সেকশন