চাঁদাবাজির জন্য দুর্ঘটনার নাটক সাজিয়ে আড়াই টন টমেটোসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগে ভারতের তামিলনাডুর এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। ভেলোরের ওই দম্পতি মহাসড়কে ডাকাত চক্রের সদস্য।
পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি বলছে, ৮ জুলাই চাষি মল্লেশ টমেটোর ট্রাক নিয়ে কোলার যাচ্ছিলেন। বেঙ্গালুরুর চিক্কাজালা এলাকায় গাড়িতে টমেটোর ট্রাক ধাক্কা দেয় বলে তারা ক্ষতিপূরণ দাবি করে।
ওই চাষি তা দিতে অস্বীকার করলে ডাকাত চক্র তাঁদের মারধর করে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ওই ট্রাকে আড়াই টন টমেটো ছিল। যার দাম হবে আনুমানিক আড়াই লাখ রুপি। ওই চাষির মামলার পর প্রযুক্তির সহায়তা নিয়ে ট্রাকটি শনাক্ত করার পর ওই সংঘবদ্ধ চক্রের অবস্থানও নিশ্চিত হয়।
ভাস্কর (২৮) ও তাঁর স্ত্রী সিন্ধুজাকে (২৬) শনিবার গ্রেপ্তার করা হলেও বাকিদের এখনো খুঁজছে পুলিশ।