অনলাইন ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১১২ কিলোমিটার।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আমাজন রেইনফরেস্ট অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে ।
প্রাথমিকভাবে এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।