Ajker Patrika
হোম > বিশ্ব

চলতি দশকের বড় হুমকি ডেঙ্গু: ডব্লিউএইচও

আজকের পত্রিকা ডেস্ক

চলতি দশকের বড় হুমকি ডেঙ্গু: ডব্লিউএইচও

চলতি দশকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার নতুন অংশে ডেঙ্গু একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী এর কারণ হিসেবে বলেন, উষ্ণ তাপমাত্রায় এডিস মশার ডেঙ্গু সংক্রমণের সুযোগ বাড়ে। খবর রয়টার্সের।

এশিয়া ও লাতিন আমেরিকার বেশির ভাগ অঞ্চলে বেশ কয়েক বছর ধরে একধরনের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। এই রোগে প্রতিবছর আনুমানিক ২০ হাজার মানুষ মারা যায়। ২০০০ সাল থেকে চলতি সময় পর্যন্ত বিশ্বব্যাপী ডেঙ্গু ইতিমধ্যে আট গুণ হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নগরায়ণের ফলে ক্রমবর্ধমান হারে বাড়ছে এই রোগ।

 গত বছর বিশ্বে ৪২ লাখ লোকের ডেঙ্গু হয়েছিল। চলতি বছর ডেঙ্গু সংক্রমণের সংখ্যা রেকর্ড করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। ডেঙ্গুতে বাংলাদেশ এযাবৎকালের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখছে এ বছর। ইতিমধ্যে ডেঙ্গুতে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন জেরেমি ফারার। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ডেঙ্গু সম্পর্কে আমাদের আরও সক্রিয়ভাবে কথা বা প্রচার চালাতে হবে।’ তিনি আরও বলেন, অনেক বড় বড় শহর অতিরিক্ত ডেঙ্গু রোগীর চাপ কীভাবে মোকাবিলা করবে সে জন্য সত্যিকার অর্থে দেশগুলোকে প্রস্তুত করতে হবে।

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা