অনলাইন ডেস্ক
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। রোগটির নতুন নাম দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোগের নামের জন্য যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয়, সে কারণে নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে গত সপ্তাহে ৩০ জন বিজ্ঞানী লিখিত আহ্বান জানান। এর পর মাঙ্কিপক্সের নাম বদলানোর উদ্যোগ নেয় ডব্লিউএইচও।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভাইরাসটিকে অব্যাহতভাবে আফ্রিকান বলা যথার্থ নয়, এবং বৈষম্যমূলক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় ১ হাজার ৬০০ রোগী শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে ছড়িয়ে পড়া ৩২টি দেশে আক্রান্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক ও উদ্বেগজনক। এ জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির অধীনে আমি আগামী সপ্তাহে জরুরি কমিটির বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকে এই প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থার পর্যায়ে পড়ে কিনা, তা পর্যালোচনা করা হবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বে অস্বাভাবিকভাবে মাঙ্কিপক্স ছড়িয়েছে। আফ্রিকার কিছু অঞ্চলে মাঙ্কিপক্স বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার। গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। যাঁর শরীরে এটি ধরা পড়ে, তিনি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন।