Ajker Patrika
হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯০ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৮২৪ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন, যা আগের দিনের তুলনায় ৫ লাখ ১০ হাজার ৫৭৪ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৩৩ জনের এবং মারা গেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৬৪ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৯ হাজার ২৩০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩ হাজার ৫৩৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৩২০ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৬ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৮১৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ