হোম > বিশ্ব

এবার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। 

এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ