Ajker Patrika
হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত সবাই দমকলকর্মী।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স বলছে, দমকলকর্মীদের বহনকারী ওই বিমান ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলিতে বিধ্বস্ত হয় বলে স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে জানান হয়। এলাকাটি ব্রিসবেন থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

কুইন্সল্যান্ডে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। দাবানলে সেখানে এখন পর্যন্ত দুজন মারা গেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া দাবানলে ধ্বংস হয়ে গেছে কয়েক ডজন বাড়ি।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়ে বলেছে, বিমানটিতে আরোহী হিসেবে থাকা তিনজনকে শনাক্ত এবং মৃত বলে নিশ্চিত করা হয়েছে। ছোট বিমানটি ফায়ার ম্যাপিং করার জন্য কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তবে তুওউম্বা থেকে মাউন্ট ইসা যাওয়ার সময় বিমানটিতে কী ঘটেছিল তা জানতে বিমানের ধ্বংসাবশেষ জড়ো করতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তাই কয়েক সপ্তাহ সময় বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার মাইক ওয়াসিং বলেন, ‘অগ্নিনির্বাপণের কাজে নজরদারি করার সময় আমাদের একটি বিমানে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। আমাদের কর্মীদের পরিবারের প্রতি রইল সমবেদনা।’

এদিকে, অগ্নিনির্বাপক কর্মীদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর