হোম > বিশ্ব

কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে এবার আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  জাতিসংঘের এই সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে কয়েক মাসের মধ্যেই করোনাকে নিয়ন্ত্রণে আনা যাবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রোয়াসুস বলেন, এই মহামারিকে কয়েক মাসের  মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। এটিকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় ব্যবস্থাকে ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।

তিনি জানান, যেখানে মহামারি শুরু হওয়ার পরে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে পরবর্তী ৪ মাসেই তা পৌঁছে যায় ১০ লাখে। এদিকে পরবর্তী ৩ মাসেই তা পেরিয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি। করোনার মৃত্যুর এই সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ