হোম > বিশ্ব

এ বছর বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়বে, সতর্ক করল আইএমএফ

এ বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ দেশ মন্দা পরিস্থিতির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। গত অক্টোবরের পূর্বাভাসে আসছে বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি কাটছাঁট করেছিল সংস্থাটি। 

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শীর্ষ তিন অর্থনৈতিক চালিকা শক্তি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনে গত বছর প্রবৃদ্ধি শ্লথ হওয়ায় ২০২৩ সাল কঠিন হবে বিশ্বের জন্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধ, আকাশচুম্বী দাম, উচ্চ সুদহার ও চীন করোনার বিস্তার বৈশ্বিক অর্থনীতির ওপর যখন চেপে বসেছে, তখন বিশ্বের আর্থিক খাতের শীর্ষ সংস্থার পক্ষ থেকে এমন পূর্বাভাস এল। 

ফেস দ্য নেশন নামে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে আইএমএফের প্রধান বলেন, ‘যেসব দেশ মন্দায় পড়বে না, সেসব দেশেও কোটি কোটি মানুষের কাছে মন্দা পরিস্থিতিই মনে হবে।’ 

সিডনিতে ‘মুডিস অ্যানালিটিকসের’ অর্থনীতিবিদ ক্যাটরিনা এলি বিবিসির কাছে বিশ্ব অর্থনীতি নিয়ে তাঁর পর্যালোচনা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমাদের বেজলাইন বা ভিত্তিরেখায় আগামী বছর বৈশ্বিক মন্দা এড়ানো গেলেও ব্যতিক্রম যা ঘটবে, তা খুবই বড় রকমের অস্বস্তিকর। তবে ইউরোপ মন্দা এড়াতে পারবে না এবং যুক্তরাষ্ট্র খাঁড়ির প্রান্তে রয়েছে।’ 

ইউক্রেন যুদ্ধ ও মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দিতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আগেই বাড়িয়েছে। এ কারণে অক্টোবরে আইএমএফ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে বলে ইঙ্গিত দিয়েছিল। 

পরে চীন ‘কোভিডমুক্ত হওয়ার নীতি’ বদলে ফেললে কিছুটা আশা তৈরি হলেও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় নতুন বছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের জন্য ২০২৩ সালের শুরুটা কঠিন হবে। ‘পরের কয়েকটি মাস চীনের জন্য কঠিন যাবে। চীন, ওই অঞ্চল এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতে এর প্রভাব হবে নেতিবাচক।’

আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্যদেশের সংখ্যা ১৯০। এরা সবাই মিলে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হলো অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা। 

২০২২ সালের শেষে চীনা অর্থনীতির দুর্বলতার দিকে ইঙ্গিত করে কয়েক দিন আগে ইঙ্গিত দেয় আইএমএফ। ডিসেম্বরের সরকারি ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) অনুযায়ী, তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে সংকুচিত হয়েছে চীনের উৎপাদন কর্মকাণ্ড।

একই মাসে দেশটির ১০০টি শহরে বাড়ির দামও কমেছে, টানা ছয় মাস ধরে এই নিম্নমুখী হার দেখা যাচ্ছে বলে চীনের অন্যতম বড় ও স্বাধীন প্রোপার্টি রিসার্চ ফার্ম চায়না ইনডেক্স একাডেমির জরিপ বলছে। 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট