হোম > বিশ্ব

সমকামিতা অপরাধ নয়: পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক

সমকামিতা অপরাধ নয় বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। সমকামিতাকে অপরাধ গণ্য করে যেসব আইন তৈরি করা হয়েছে, সেসব আইনের সমালোচনাও করেছেন তিনি। পোপ বলেছেন, ‘ঈশ্বর তাঁর সব সন্তানকেই ভালোবাসেন।’ বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

গত মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পোপ ফ্রান্সিস। সেই সাক্ষাৎকারে পোপ বলেছেন, ‘কোনো কোনো দেশে সমকামী সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক কিছু আইন রয়েছে। সেই সব আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের অনেক ক্যাথলিক বিশপ এসব সমর্থন করেন। কিন্তু সমকামিতা কোনো পাপ নয়।’ 

পোপ ফ্রান্সিস বলেন, ‘বিশপদের উচিত প্রত্যেক মানুষকে মর্যাদা দেওয়া। এর জন্য তাঁদের পরিবর্তন মেনে নিতে হবে। ঈশ্বরের মতো আমাদেরও কোমলতা ও দয়ার চর্চা করতে হবে।’ 

বিশ্বের বিভিন্ন প্রান্তের যেসব ক্যাথলিক বিশপ সমকামীদের বিরুদ্ধে প্রণীত বিভিন্ন আইন সমর্থন করেন, তাঁদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আপনারা এলজিবিটিকিউদেরও চার্চে স্বাগত জানান।’ 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হিউম্যান ডিগনিটি ট্রাস্ট জানিয়েছে, বিশ্বের ৬৭টি দেশে সমকামিতাকে অপরাধ বিবেচনা করে আইন রয়েছে। অন্তত ১১টি দেশে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে এখনো সমকামিতাবিরোধী আইন রয়েছে, যদিও ২০০৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট সমকামিতাবিরোধী আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছে। 

এ ধরনের আইনকে ‘অন্যায়’ বলেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এসব আইনের অবসান ঘটাতে ক্যাথলিক চার্চরা কাজ করতে পারে এবং এটা অবশ্যই করা উচিত। 

এর আগে ২০১৯ সালে পোপ ফ্রান্সিস মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে সমকামিতার অপরাধীকরণের বিরোধিতা করেছিলেন। এরপর গত মঙ্গলবার তিনি আবার বিরোধিতা করলেন। পোপ ফ্রান্সিস বলেছেন, সমকামী হওয়া কোনো অপরাধ নয়। তবে হ্যাঁ, এটি একটি পাপ। আমাদের অপরাধ ও পাপের পার্থক্য বুঝতে হবে। 

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

সেকশন