Ajker Patrika
হোম > বিশ্ব

কানাডায় দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টর এলাকা 

অনলাইন ডেস্ক

কানাডায় দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টর এলাকা 

চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর এলাকা। যা কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ পরিমাণ এলাকা পুড়ে যাওয়ার রেকর্ড। আজ শনিবার কানাডা সরকার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএএফএফিস) জানিয়েছে, চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর বা ২ কোটি ৪৭ লাখ একর এলাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ হাজার বারেরও বেশিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ৬ মাসে মোট ৪ হাজার ৮৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে লাখ লাখ হেক্টর এলাকার বন, আবাদি জমি এমনকি মানুষের বাসস্থান পর্যন্ত পুড়ে গেছে। এই সময়ের মধ্য বাস্তুচ্যুত হয়েছে অন্তত দেড় লাখ মানুষ।

কানাডা সরকার জানিয়েছে, দাবানলের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনাঞ্চলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দাবানলের প্রভাব এখনো পরিবেশের ওপর রয়ে গেছে।

এ বিষয়ে কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষক ইয়ান বোলাঞ্জার এএফপিকে বলেছেন, ‘আমরা এ বছর বনাঞ্চল পুড়ে যাওয়ার যে পরিসংখ্যান পেয়েছি তা আমাদের জন্য সবচেয়ে হতাশাবাদী পরিস্থিতির চেয়েও অনেক বেশি খারাপ।’ তিনি আরও বলেন, ‘পাগল করার মতো বিষয় হলো, মে মাসের শুরু থেকে শুরু হওয়া দাবানল থেকে এখন পর্যন্ত পুরোপুরি নিস্তার পাওয়া যায়নি।’

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখনো কানাডার বিভিন্ন স্থানে ৯০৬টি সক্রিয় দাবানল রয়েছে, এর মধ্য ৫৭০টিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, কানাডায় এমন ভয়াবহ দাবানল এবং পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে। সে বছর সব মিলিয়ে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল এবং দাবানল চলেছিল পুরো এক বছর।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর