Ajker Patrika
হোম > বিশ্ব

৬০০ মিটার উঁচু থেকে পড়েও অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন পর্বতারোহী

অনলাইন ডেস্ক

৬০০ মিটার উঁচু থেকে পড়েও অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন পর্বতারোহী

নিউজিল্যান্ডে পর্বতারোহণের সময় ৬০০ মিটার উঁচু থেকে পড়ে গেলেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুধু তা-ই নয়, দু-একটি মামুলি ছোট ছাড়া বড় কোনো আঘাত পাননি তিনি।

নিউজিল্যান্ডের পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি দেশটির নর্থ আইল্যান্ডে অবস্থিত তারানাকি পর্বতে আরোহণ করছিলেন।

ধারণা করা হচ্ছে, স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ এবং বসন্তকালীন আবহাওয়া বিরাজ করায় জমাট বরফ কিছুটা নরম হয়ে ছিল। ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ওই পর্বতারোহী। তাঁকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ।

এ বিষয়ে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেখান থেকে ওই পর্বতারোহী পড়ে গেছেন তার উচ্চতা আইফেল টাওয়ারের দ্বিগুণ।

পুলিশ বলেছে, ‘প্রাণে বেঁচে যাওয়ার ক্ষেত্রে তিনি বিরল সৌভাগ্যবান ব্যক্তি। এই ধরনের চ্যালেঞ্জিং জায়গায় কোনো কিছু ভুল হয়ে গেলে মারাত্মক পরিণতি ভোগ করতে হয়।’

তারানাকি পর্বতে আরোহণের জন্য অনেক অভিজ্ঞতা, জ্ঞান, উপযুক্ত স্বাস্থ্য এবং সঠিক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন বলেও জানায় পুলিশ।

জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। সে সময় একটি পর্বতারোহী দলের সঙ্গে ছিলেন ওই ব্যক্তি। পরে দলের বাকি সদস্যরা আবিষ্কার করেন, তাঁদের সঙ্গে থাকা একজন নিখোঁজ। এ অবস্থায় তাঁকে খুঁজতে ওই দলেরই একজন সদস্য নিচের দিকে নেমে আসেন। একপর্যায়ে তারানাকি পর্বতের উদ্ধারকারী দলের এক সদস্যের সাহায্য নিয়ে দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের সময় ওই ব্যক্তিকে প্রায় সুস্থ অবস্থায়ই পাওয়া গেছে।

নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়ংকর পর্বত হিসেবে মাউন্ট তারানাকির কুখ্যাতি রয়েছে। ২০২১ সালে একই পথ দিয়ে এই পর্বতে আরোহণ করতে গিয়ে দুজন প্রাণ হারিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার পরিচালনায় খসড়া সাংবিধানিক ঘোষণাপত্র করবে সিরিয়া

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের