হোম > বিশ্ব

কয়লাভিত্তিক প্রকল্পে আর অর্থায়ন করবে না চীন

দেশের বাইরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে চীন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে রেকর্ডকৃত এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই ঘোষণা দেন। 

চীনের প্রেসিডেন্ট বলেন, কার্বন নিঃসারণ কমাতে চীনের বাইরে বিভিন্ন দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর কোনো অর্থায়ন করবে না চীন সরকার। এ ছাড়া সবুজের উন্নয়ন এবং কার্বন নিঃসারণ কমাতে চীন অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতি সমর্থন বাড়াবে। 

চলতি বছর কার্বন নিঃসারণ কমাতে এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান একই ঘোষণা দেয়। 

এক সমীক্ষায় দেখা গেছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের ৯৫ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়ন করে থাকে। এই তিন দেশ যদি এখন থেকে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন না করে, তাহলে কার্বন নিঃসারণ অনেকটাই কমে যাবে। 

তবে এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে অর্থায়ন কখন শেষ হবে, এরই মধ্যে অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রযোজ্য হবে কি না এবং চীন তাঁর নিজস্ব কয়লানির্ভরতা সম্পর্কে কী করতে যাচ্ছে, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। এসব বিষয়ে চীনা প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ