হোম > বিশ্ব

ছেলের জন্য ৩৩ মিলিয়ন ইউরো দিয়ে ভবন কিনেছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট

আলোচিত প্যান্ডোরা পেপারস ফাঁসে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। সদ্য প্রকাশ হওয়া গোপন নথিতে বিশ্বের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১২ মিলিয়ন ডকুমেন্ট এবং ফাইলের তথ্য ফাঁস হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে আজারবাইজানের শাসক আলিয়েভ পরিবার গোপনে অফশোর কোম্পানি ব্যবহার করে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় বানিয়েছিল সেটি গোপন নথিতে বেরিয়ে এসেছে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইলহাম যুক্তরাজ্যে ১৭টি সম্পদ কিনেছিলেন। এর মধ্যে লন্ডনে তিনি তাঁর ১১ বছরের ছেলে হায়দার আলিয়েভের জন্য ৩৩ মিলিয়ন ইউরো দিয়ে ভবন কিনেছিলেন। ২০০৯ সালে প্রেসিডেন্ট ইলহামের পারিবারিক বন্ধুর মালিকানাধীন কোম্পানির মাধ্যমে মেফেয়ারে ভবন কেনা হয়। এর এক মাস পরই ভবনটি হায়দারের কাছে স্থানান্তর করা হয়। 

গবেষণায় আরও জানা যায়, কীভাবে এই পরিবারটি ২০১৮ সালে ক্রাউন এস্টেটের কাছে তাঁদের একটি অফিস ৬৬ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছিল। ক্রাউন এস্টেট বলছে, এটি কেনার সময় আইনিভাবে প্রয়োজনীয় বিষয়গুলো দেখা হয়েছিল। তবে এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

যুক্তরাজ্য সরকার বলছে, কঠোর আইন এবং প্রয়োগের মাধ্যমে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংসদ অনুমোদন দিলে যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানাধীন অফশোর কোম্পানিগুলোর একটি নিবন্ধন চালু করা হবে। 

উল্লেখ্য, এসব নথি বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ১১৭টি দেশের ৬৫০ জনের বেশি সাংবাদিক বিশ্লেষণ করেন।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট