হোম > বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সুপারবাগ বিধ্বংসী অ্যান্টিবায়োটিক আবিষ্কার 

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়ে বিজ্ঞানীরা একটি নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন-যা একটি মারাত্মক প্রজাতির সুপারবাগকে মেরে ফেলতে পারে। 

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার রাসায়নিক থেকে কার্যকর উপাদানগুলোর সংক্ষিপ্ত তালিকা করতে বিজ্ঞানীরা এআই-এর সহযোগিতা নিয়েছিলেন। পরে এগুলোর মধ্য থেকে অ্যাবাউসিন নামে একটি পরীক্ষামূলক শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক তিনটি সুপারবাগের একটিকে মেরে ফেলতে সক্ষম। তবে এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে আরও গবেষণার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। 

কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, নতুন ওষুধের আবিষ্কারকে ব্যাপকভাবে ত্বরান্বিত করার ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। এটি বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে একটি বিপ্লবী শক্তি হতে পারে। এর সর্বশেষ উদাহরণ নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ঘটনাটি। 

অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে হত্যা করে। কিন্তু সময়ের ব্যবধানে কিছু ব্যাকটেরিয়া এমনভাবে বিবর্তিত হয়েছে যে- এগুলোকে অ্যান্টিবায়োটিক আর মেরে ফেলতে পারছে না। এ ধরনের ব্যাকটেরিয়াকেই বলা হয় সুপারবাগ। অ্যান্টিবায়োটিক সহিষ্ণু এসব সুপারবাগের সংক্রমণে বছরে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু ঘটে। 

গবেষকেরা এ ধরনের সুপারবাগের মধ্যে Acinetobacter baumannii নামে একটিকে লক্ষ্যবস্তু করেছিলেন। এটি ক্ষতস্থানকে সংক্রামিত করতে পারে এবং এর কারণে নিউমোনিয়াও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তিনটি সুপারবাগকে ‘মারাত্মক’ হিসেবে আখ্যায়িত করেছে তার মধ্যে এটি অন্যতম। এটি হাসপাতালের মেঝে এবং চিকিৎসা সরঞ্জামেও বেঁচে থাকতে পারে। 

কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষক ডক্টর জোনাথন স্টোকস এই বাগটিকে ‘এক নম্বর গণশত্রু’ হিসাবে বর্ণনা করেছিলেন। কারণ এই সুপারবাগটিকে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিকেই নির্মূল করা সম্ভব হচ্ছিল না। 

এ অবস্থায় ব্যাকটেরিয়া প্রতিরোধী ৬ হাজার ৬৮০টি উপাদান থেকে মাত্র এক ঘণ্টার মধ্যেই ২৪০টি কার্যকর উপাদানের একটি তালিকা তৈরি করে দেয় কৃত্রিম বুদ্ধমত্তা। পরে এগুলোকে ল্যাবে পরীক্ষা করে সম্ভাব্য ৯ টির তালিকা করা হয়। এই ৯ টির মধ্যেই এমন একটি অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যা Acinetobacter baumannii নামের সুপারবাগটিকে মেরে ফেলতে পারে।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট