অনলাইন ডেস্ক
ধরুন, অনেক দিন পর আপনার খুব প্রিয় এক বন্ধুর সঙ্গে দেখা হলো। আপনি কী করবেন? নিশ্চয়ই তাঁকে জড়িয়ে ধরবেন। বিভিন্ন কুশলাদি জিজ্ঞেস করবেন। এটাই তো স্বাভাবিক। কিন্তু এই আবেগ যে শুধু মানুষের মাঝেই কাজ করে তা নয়। ওপরের ছবিতে খুব আনন্দে একে অন্যকে জড়িয়ে থাকা যে দুই কুকুরছানা দেখতে পারছেন, তাদের ক্ষেত্রে ঘটনাটা এ রকমই। প্রায় এক বছর ধরে সাদা ও কালো রঙের এই দুই কুকুরছানা ভিন্ন দুটি পরিবারের কাছে ছিল।
একদিন ডেভিড তার এক বছরের কুকুরছানা মন্টিকে নিয়ে হাটতে বের হন। কিছুক্ষণ পরই রাস্তায় তিনি প্রায় একই রকম আরেকটি কুকুরছানা দেখতে পান। ওই কুকুরছানার নাম হচ্ছে রোজি। এ সময় মজার ঘটনাটি ঘটে। নিজেদের দেখতে পেয়ে রোজি ও মন্টি একে অন্যকে আনন্দে জড়িয়ে ধরে। তাদের আবেগের এই বহিঃপ্রকাশ দেখে এই কুকুরছানার মালিকেরা বুঝতে পারেন এরা পূর্বপরিচিত। পরে এদের মালিকেরা কথাবার্তার মধ্যে জানতে পারে যে রোজি ও মন্টিকে একই জায়গা থেকে আনা হয়েছিল।
রোজির মালিক সুসান এদের পুনর্মিলনের মুহূর্তে খুবই আনন্দিত হয়ে যান। তাই এরপর থেকে রোজি ও মন্টির পরবর্তী জন্মদিন একসঙ্গে পালন করার জন্য এখন মজার মজার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।