Ajker Patrika
হোম > বিশ্ব

ফাইজারের করোনার ওষুধ ৯০ শতাংশ কার্যকর

অনলাইন ডেস্ক

ফাইজারের করোনার ওষুধ ৯০ শতাংশ কার্যকর

মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিল বা ওষুধ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৯০ শতাংশ কমায়। এমনকি গবেষণাগারের সাম্প্রতিক তথ্য বলছে, ‘প্যাক্সলোভিড’ নামক এ ওষুধ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও বেশ কার্যকর। শেষ ধাপের পর্যালোচনা থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে কোম্পানিটি। 

এর আগে গত মাসের প্রথম দিকে ফাইজারের এ ধরনের ওষুধের প্রাথমিক পর্যালোচনা থেকে জানা যায়, এটি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। তখন ১ হাজার ২০০ জনের দেহে প্লাসিবো (পার্শ্বপ্রতিক্রিয়া এবং কার্যকারিতাহীন ওষুধ) দিয়ে তুলনা করার পর এ তথ্য পাওয়া যায়। দ্বিতীয় পর্যালোচনা থেকে জানা যায়, এ ওষুধ ৭০ শতাংশ কার্যকর। এবার গবেষণায় আরও ১ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করা হয়। যারা ‘প্যাক্সলোভিড’ নিয়েছেন তাঁদের মধ্যে কেউই মারা যাননি। অন্যদিকে যাঁরা প্লাসিবো নিয়েছেন তাঁদের মধ্যে ১২ জন মারা যান। 

করোনার উপসর্গ দেখা দিলে পাঁচ দিন এ ওষুধ দেওয়া হতে পারে। এটি মূলত ফাইজারের পুরোনো অ্যান্টিভাইরাল রিতুনাভিরের সঙ্গে মিশ্রভাবে বানানো হয়েছে। 

ফাইজারের প্রধান সায়েন্টিফিক অফিসার মাইকেল ডলস্টেন এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা উল্লেখযোগ্য হারে হাসপাতালে ভর্তির ঝুঁকি কমিয়ে দেওয়ার কথা বলছি। উপসর্গ দেখা দেওয়ার পর যদি এটি নেওয়া হয় তাহলে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা করা যাচ্ছে। শিগগির যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন মিলবে।’    

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ