হোম > বিশ্ব

অবসরের ঘোষণা রাউল ক্যাস্ত্রোর

অবসরের ঘোষণা দিয়েছেন কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান রাউল ক্যাস্ত্রো। কিউবার রাজধানী হাভানায় দলটির চার দিনব্যাপী সম্মেলনের শুরুতে গতকাল শুক্রবার তিনি এমনটি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে ভোটাভুটির মাধ্যমে পরবর্তী প্রধান নির্বাচিত করা হবে।   দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলকে দলের নেতারা পার্টি প্রধান হিসেবে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

দলীয় সম্মেলনে নেতাদের উদ্দেশে রাউল ক্যাস্ত্রো বলেন, সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় উজ্জীবিত ও দৃঢ়প্রত্যয়ী তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে চাই। আমি  যতদিন বেঁচে থাকবো পিতৃভূমি, বিপ্লব এবং সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য পদক্ষেপে প্রস্তুত থাকবো।

রাউলের এই ঘোষণাকে কিউবার পার্টিতে ক্যাস্ত্রো পরিবারের ছয় দশকের নেতৃত্বের অবসানের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। ১৯৫৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে রাউলের ভাই ফিদেল ক্যাস্ত্রো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন । বিপ্লবের সময় রাউল ফিদেলের বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়েন ফিদেল ক্যাস্ত্রো। পরে ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্টের পদও ছেড়ে দিয়ে ছোটভাইকে সেখানে বসান ফিদেল ক্যাস্ত্রো।   ২০১১ সাল থেকে কিউবার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন রাউল।  ২০১৬ সালে ইহলোক ত্যাগ করেন রাউলের ভাই বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো।

মহামারি করোনাভাইরাস মোকাবিলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিউবা অনেকটা জর্জরিত। গত বছর দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ কমে যায়।

তবে রাউলের প্রচেষ্টায় ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিতে বেশ এগিয়েছিল কিউবা। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায়ও বসেন রাউল ক্যাস্ত্রো। পরে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিউবার ওপর অর্থনৈতিক অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেসব নিষেধাজ্ঞা শিথিল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ