জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজে পাহারায় থাকা সোমালিয়ার চার জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতের নৌবাহিনী। ওই ছবিতে জাহাজের ওপরের দিকে ভারী অস্ত্র হাতে জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তার জন্য কাছাকাছি এলাকায় ভারতের যুদ্ধজাহাজ ও দূরপাল্লার টহল উড়োজাহাজ মোতায়েন রয়েছে।
এতে আরও বলা হয়, এমভি আবদুল্লাহকে জিম্মি করার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফ্ট (এলআরএমপি) পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়।
গত বৃহস্পতিবার জিম্মি এমভি আবদুল্লাহর ওপর নজরদারি শুরু করে ভারতীয় নৌবাহিনী। ওই দিন সকালে ভারতের যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের পথ আটকায়। পরে জিম্মি নাবিকদের নিরাপত্তার স্বার্থে পথ ছেড়ে সেটিকে সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে অনুসরণ করতে থাকে।
এই সম্পর্কিত আরও পড়ুন: