হোম > বিশ্ব

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭ 

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝ আকাশেই বিধ্বস্ত হয়ে খনির শহর ইতাপেভাতে আছড়ে পড়ে।

দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা তিনজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছিল। দমকল বাহিনীর মতে, আরও দু’জন বিমানটিতে থাকতে পারে তবে এখনো তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর মতে, দুর্ঘটনার সময় বৃষ্টি এবং বাতাসের কবলে পড়েছিল বিমানটি।

মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। আমাজন বনে এ ঘটনা ঘটে। ব্রাসিলিয়ার উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।

নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের তৈরি।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট