হোম > বিশ্ব

ডিপফেক পর্নোগ্রাফির শিকার ৪ হাজার তারকা

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তি ডিপফেক পর্নোগ্রাফির শিকার হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোর নিউজের একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, এদের মধ্যে ২৫০ জনের বেশি ব্রিটিশ তারকা আছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপফেক ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাঁচটির তথ্য বিশ্লেষণ করেছে চ্যানেল ফোর নিউজ। বিশ্লেষণে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রায় চার হাজার তারকা ও বিখ্যাত ব্যক্তির মুখ পর্নোগ্রাফিতে জুড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে অভিনেত্রী, টিভি তারকা, সংগীতশিল্পী এবং ইউটিউবার রয়েছেন। তবে এসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। 

চ্যানেল ফোর নিউজ বলছে, ওই পাঁচটি ডিপফেক ওয়েবসাইটের এসব ভিডিওতে ৩ মাসের ব্যবধানে ১০ কোটি ভিউ হয়েছে। ডিপফেক পর্নোগ্রাফির শিকার হওয়া ভুক্তভোগীদের একজন চ্যানেল ফোর নিউজের উপস্থাপক ক্যাথি নিউম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি আইন এবং নিয়মের লঙ্ঘনের মতো মনে হচ্ছে। কারা এই কাজটি করেছে জানি না। এটাও জানি না, কারা এই ধরনের কাল্পনিক সংস্করণে আমাকে দেখছে।’ 

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, কোনো ধরনের সম্মতি ছাড়া এই ধরনের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া বেআইনি। তবে এই ধরনের কনটেন্ট তৈরির বিষয়টিকে অবৈধ করা হয়নি। এআই ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ডিপফেক পর্নোগ্রাফির বিস্তার রুখতে আইনটি করা হয়েছিল। 

২০১৬ সালের দিকে অনলাইনে মাত্র একটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও শনাক্ত করেন গবেষকেরা। অথচ, গত বছরের প্রথম কয়েক মাসে ৪০ টির বেশি ডিপফেক পর্নোগ্রাফি ওয়েবসাইটে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩টি ভিডিও আপলোড করা হয়। যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি। 

অনলাইন নিরাপত্তা আইন বিষয়ে পরামর্শক সংস্থা অফকমের এক মুখপাত্র বলেন, অবৈধ ডিপফেক একই সঙ্গে বিরক্তিকর ও ক্ষতিকারক। এ ধরনের বিষয়বস্তুর প্রচারের ক্ষেত্রে অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী ঝুঁকি মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। সেই সঙ্গে এ ধরনের কনটেন্টের প্রদর্শন বন্ধের পদক্ষেপ নিতে হবে।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

সেকশন