অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জনের। এটিই এ পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগে নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩৫ করোনা শনাক্ত হয়েছিলেন। খবর রয়টার্সের।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, জুনের মাঝামাঝিতে উচ্চ সংক্রমণশীল করোনার ডেলটা ধরনে রাজ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে রয়েছেন ৮১৩ জন। আইসিইউতে রয়েছেন ১২৬ জন।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯৯ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫১ হাজার ২৪৩ জন।